Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

সাতক্ষীরা জেলা, সাতক্ষীরা।

সিটিজেন চার্টার


১. ভিশন ও মিশন


ভিশনঃ  “অগ্নিকান্ডসহ সকল দুর্যোগ মোকাবিলা ও নাগরিক সুরক্ষা নিশ্চিতকরণের মাধ্যমে এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে সক্ষমতা অর্জন” 

("To acquire competency as one of the leading fire fighting and disaster management organization in Asia.")

 

মিশনঃ “দুর্যোগ-দুর্ঘটনায় জীবন ও সম্পদ রক্ষার মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা”                                      (”To protect and save lives and property for a safe and secured Bangladesh”)


২. সেবা প্রদান প্রতিশ্রুতি

২.১) নাগরিক সেবাঃ

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবী ও ফোন নম্বর)

 










০১










অগ্নি নির্বাপণ, উদ্ধার, প্রাথমিক চিকিৎসা










যে কোন মাধ্যমে সংবাদ প্রাপ্তির পর অকুস্থলে গমন ও অগ্নি নির্বাপন/ উদ্ধার/প্রাথমিক চিকিৎসা প্রদান ও হাসপাতালে প্রেরণ।











প্রযোজ্য নয়











বিনামূল্যে











তাৎক্ষনিকভাবে

১. মোঃ নুরুল ইসলাম

ওয়্যারহাউজ ইন্সপেক্টর,

সাতক্ষীরা সদর, সাতক্ষীরা-১

ফোনঃ ০২৪77741034.

মোবাঃ ০১৯০১-০২2795.

2. মোঃ শিমুল রানা

স্টেশন অফিসার, সাতক্ষীরা।

3. খায়রুল আলম

স্টেশন অফিসার, কালীগঞ্জ।

মোবাঃ ০১৯০১-022799.

4. মোঃ ইউনুছ আলী

সাব/অফিসার, দেবহাটা। 

মোবাঃ ০১৯০১-022805.

5. মোঃ আমজাদ হোসেন

সাব/অফিসার, আশাশুনি।

মোবাঃ ০১৯০১-০২২797.

6. মোঃ হুমায়ূন কবির

লিডার, কলারোয়া।

মোবাঃ ০১৯০১-০২২803.

7. মোঃ আলী আকবর

সাব/অফিসার, শ্যামনগর।

মোবাঃ ০১৯০১-০২২807.

8. সরদার আব্দুল হান্নান

সাব/অফিসার, তালা।

মোবাঃ ০১৯০১-০২২809.






০২





এ্যাম্বুলেন্স সার্ভিস



টেলিফোন বা অন্য কোন মাধ্যমে অনুরোধের প্রেক্ষিতে স্থানীয় ও আন্তঃ জেলা পর্যায়ে নির্ধারিত ভাড়ার ভিত্তিতে এ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করা হয়। রোগীকে বাসা বা দুর্ঘটনাস্থল হতে হাসপাতালে নেয়ার জন্য এ্যাম্বুলেন্স প্রদান করা হয়।



আন্তঃ জেলা পর্যায়ে এ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হয়। ফরমটি সংশ্লিষ্ট ফায়ার স্টেশনে পাওয়া যায়।

(ক) পৌর এলাকায় ০৮ কিঃ মিঃ পর্যন্ত-300 টাকা

(খ) ৮ কিঃ মিঃ হতে ১৬ কিঃ মিঃ পর্যন্ত-500 টাকা

(গ) দূরবর্তী কলের ক্ষেত্রে প্রতি কিঃ মিঃ- 15 টাকা

(ঘ) প্রতি ঘন্টা অবস্থান- 50 টাকা

(ঙ) অক্সিজেন সিলিন্ডার প্রতিটি- ৬০০ টাকা।





তাৎক্ষনিকভাবে



মোঃ নুরুল ইসলাম

ওয়্যারহাউজ ইন্সপেক্টর,

সাতক্ষীরা সদর, সাতক্ষীরা-১

ফোনঃ ০২৪77741034.

মোবাঃ ০১৯০১-০২2795.

          ০১৯০১-০২২৭৯৬.



২.২) প্রাতিষ্ঠানিক সেবাঃ

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবারমূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবী ও ফোন নম্বর)






০৩





আবাসিক/বানিজ্যিক বহুতল ভবনের ছাড়পত্র



আবেদনকারী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্রসহ লিখিত/অনলাইন আবেদনের প্রেক্ষিতে সমেত্মাষজনক পরিদশন প্রতিবেদন ও সঠিক তথ্য প্রমানের ভিত্তিতে শর্তস্বাপেক্ষে ছাড়পত্র প্রদান করা হয়

কাগজপত্রঃ

১. আবেদন পত্র (নির্ধারিত ফরমে)

২. নকশা (লিজেন্ড চার্টসহ লোকেশন প্লান, সাইট প্লান, ফ্লোর প্লান, ফায়ার সেফটি প্লান)

৩. জমির দলিল

৪. পুরণকৃত তথ্য ফরম

৬. গুগল ম্যাপ





প্রযোজ্য নয়





সর্বোচ্চ ৩০ দিন



দেওয়ান সোহেল রানা

উপসহকারী পরিচালক

ফোনঃ ০২৪৭৭৭-৪১১০৪

মোবাঃ ০১৯০১-০২২৭০৬

(পরামর্শ ও সহযোগীতার জন্য স্থানীয় কর্মকর্তা)




০৪





ফায়ার রিপোর্ট (২০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতির ক্ষেত্রে)





ক্ষতিগ্রস্থ ব্যক্তি/প্রতিষ্ঠান কর্তৃক আবেদন করার পর তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ফায়ার রিপোর্ট প্রদান করা হয়



১. আবেদন পত্র (সাদা কাগজ)

২. জিডির কপি

৩.ক্ষতিগ্রস্থ মালামালের মূল্যসহ তালিকা

৪. ক্ষতিগ্রস্থ মালামালের স্থির চিত্র

৫. পেপার কাটিং (যদি থাকে)

৬. চালানের মূল কপি।

বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যে কোন শাখায় ট্রেজারী চালানের মাধ্যমে

বীমা বিহীন প্রতিষ্ঠানের ক্ষেত্রে ১৫০ টাকা এবং বীমাকৃত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ১৫০০ টাকা কোড নং ১-৭৩৬১-০০০০-২০০৯ তে জমা প্রদান করতে হবে।



তদন্ত প্রতিবেদন প্রাপ্তির ১৫ দিনের মধ্যে



দেওয়ান সোহেল রানা

উপসহকারী পরিচালক

ফোনঃ ০২৪৭৭৭-৪১১০৪

মোবাঃ ০১৯০১-০২২৭০৬

০৫

স্বেচছাসেবক প্রশিক্ষণ

বিজ্ঞপ্তির প্রেক্ষিতে শিক্ষার্থী অথবা সাধারণ নাগরিক (১৮-৪৫ বছর) এর আবেদনের ভিত্তিতে প্রশিক্ষণ প্রদান করা হয়।


নিকটবর্তী ফায়ার ষ্টেশনে নিবন্ধন করতে হবে


বরাদ্দ প্রাপ্তি স্বাপেক্ষে


অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী

দেওয়ান সোহেল রানা

উপসহকারী পরিচালক

ফোনঃ ০২৪৭৭৭-৪১১০৪

মোবাঃ ০১৯০১-০২২৭০৬






০৬





অগ্নি প্রতিরোধ ও নির্বাপন, উদ্ধার এবং প্রথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষন পরামর্শ, সার্ভে ও মহড়া



ক) সরকারী প্রতিষ্ঠান কর্তৃক আবেদন প্রাপ্তির পর নির্দিষ্ট তারিখ ও সময়ে নির্ধারিত কমিটি/সংশিস্নষ্ট ফায়ার ষ্টেশন কর্তৃক।

খ) বেসরকারী প্রতিষ্ঠান কর্তৃক আবেদন প্রাপ্তির পর নির্দিষ্ট তারিখ ও সময়ে নির্ধারিত প্রশিক্ষক প্যানেল কর্তৃক

 

 

 

কাগজপত্রঃ

  • আবেদন পত্র
  • পে-অর্ডার/ব্যাংক ড্রাফট


প্রাপ্তি স্থানঃ 

  • বেসামরিক প্রশিক্ষণ সেল
  • অনলাইন (www.fscd. gov.bd)

প্রশিক্ষণঃ

১৫০০০/- (পনের হাজার) টাকা,

মহড়াঃ

৬তলা ভবনে=৬০০০/-

৬তলার উর্ধ্বে=১০০০০/-

পরামর্শঃ

প্রতি ভবন=৫০০০/-

(ফি এর টাকা ‘‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বেসামরিক প্রশিক্ষণ তহবিল’’ অগ্রণী ব্যাংক আগামাসি লেন শাখা এর অনুকুলে পরিশোধ স্বাপেক্ষে পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মুল কপিটি আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে।

প্রশিক্ষণ, পরামর্শ ও সার্ভের ক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যাতায়াতের ব্যবস্থা করবেন।





অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী





দেওয়ান সোহেল রানা

উপসহকারী পরিচালক

ফোনঃ ০২৪৭৭৭-৪১১০৪

   মোবাঃ ০১৯০১-০২২৭০৬






০৭






ওয়্যারহাউজ/  ওয়ার্কসপ লাইসেন্স প্রদান





আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র পরিদর্শন প্রতিবেদন সন্তোষজনক হওয়ার শর্তসাপেক্ষে

কাগজপত্রঃ

  • আবেদন পত্র
  • তথ্য ফরম
  • নকশা(ফ্লোর প্লান)
  • জমির দলিল/চুক্তিপত্র
  • জমির মুল্যায়ন
  • ট্রেড লাইসেন্স
  • মেমোরেন্ডাম অব আর্টিকেলস

প্রাপ্তি স্থানঃ

উপসহকারী পরিচালকের দপ্তর, সাতক্ষীরা।



৫০০/- পর্যন্ত ধার্যকৃত ফিস ট্রেজারী চালানের মাধ্যমে ১-৭৩৬১-০০০০-২০০৯ কোডে জমা প্রদান করে মূলকপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।




৩০ দিন




দেওয়ান সোহেল রানা

উপসহকারী পরিচালক

ফোনঃ ০২৪৭৭৭-৪১১০৪

   মোবাঃ ০১৯০১-০২২৭০৬



০৮



মৌলিক সাধারণ প্রশিক্ষণ


আওতাধীন সকল ফায়ার ষ্টেশন কর্তৃক নিয়মিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রদান করা হয়



প্রযোজ্য নয়



বিনামূল্যে

-


দেওয়ান সোহেল রানা

উপসহকারী পরিচালক

ফোনঃ ০২৪৭৭৭-৪১১০৪

   মোবাঃ ০১৯০১-০২২৭০৬

         

বিস্তারিত জানতে  http://fireservice.satkhira.gov.bd

                      Web mail- dadskr@ fireservice.gov.bd


অভ্যন্তরীণ ই-সেবা